top of page

BLOG ARTICLES

Search

স্বপ্ন কথা

  • Writer: Maharshi MahaManas
    Maharshi MahaManas
  • Jul 6, 2018
  • 2 min read

স্বপ্ন কথা ~মহামানস



স্বপ্নের স্রষ্টা বা রচনাকার হলো আমাদের অবচেতন মন। এই মনটি এক বড় চলচ্চিত্রকার।

স্বপ্ন শুধুমাত্র নিদ্রাকালেই সৃষ্টি হয়না, তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, এমনকি একটু ঝিম মেরে পড়ে থাকলেও স্বপ্ন দেখা শুরু হয়ে যেতে পারে। যাদের অবচেতন মন ---সচেতন মন থেকে বেশি শক্তিশালী, অস্থির-উত্তেজিত মন, যারা বায়ুপ্রধান বা স্নায়বিক প্রকৃতির, তারা কিছুক্ষণ একটু চুপ ক'রে শুয়ে বা বসে থাকলেও, তাদের স্বপ্ন রচনা শুরু হয়ে যেতে পারে। জাগ্রত অবস্থায় সৃষ্ট এই স্বপ্নকেই আমরা সাধারণত কল্পনা বলে থাকি। বেশি কল্পনাপ্রবণ মন--- জাগ্রত ও নিদ্রিত অবস্থায় অলৌকিক--- অবাস্তব--- উদ্ভট সব কল্পনা ও স্বপ্ন রচনা করতে পারে।

সচেতন মন কিছুটা সজাগ থাকলে, অবচেতন মন অনেক সময় সচেতন মনকে বুঝতে না দেওয়ার উদ্দেশ্যে--- তাকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রতীকী আকারেও স্বপ্ন রচনা ক'রে থাকে। এমন অনেক প্রতীকী স্বপ্ন রচিত হয়, অনেক সময়েই যার অর্থ বোঝা সম্ভব হয়না।

স্বপ্ন অনেক প্রকারের হয়ে থাকে, যেমন--- দৈনন্দিন কাজকর্ম, ঘটনা, চিন্তা-ভাবনা সংক্রান্ত জাবরকাটা স্বপ্ন হতে পারে। জাগ্রত অবস্থায় ভুলে যাওয়া কোনো কথা বা কোনো কিছু আমাদের স্বপ্নে প্রকাশ পেতে পারে। বিশেষ কোনো ইচ্ছা--- চাহিদা--- লোভ-লালসা, কোনো ভয়, আশঙ্কা, সন্দেহ, বিশ্বাস প্রভৃতি নিয়ে অবচেতন মন স্বপ্ন রচনা করতে পারে। কখনো কখনো ঐসব স্বপ্ন প্রতীকী আকারেও রচিত হতে পারে।

মনের মধ্যে জমে থাকা অপরাধবোধ , গ্লানি, দুঃখ-কষ্ট, শোক, হতাশা, অপমান, যৌনাকাঙ্খা প্রভৃতি স্বপ্নাকারে মনের পর্দায় প্রকাশ পেতে পারে। এছাড়া মৃত্যুভয় বা মরনাকাঙ্খা, প্রিয় বা অপ্রিয় ব‍্যক্তি, মৃতব‍্যক্তি মনের পর্দায় উঠে আসতে পারে।

এছাড়া, শরীর ও মনের অসুস্থতার কারণে, এবং মনের বিকারগ্রস্ত অবস্থায় অনেক প্রকারের উদ্ভট উদ্ভট কল্পনা ও স্বপ্ন সৃষ্টি হয়ে থাকে।

কিছু কিছু ক্ষেত্রে, খুব অনুভূতি প্রবণ মন--- অথবা বেশ দূরদর্শী মন, অথবা ভবিষ্যতের স্পষ্ট বা অস্পষ্ট ধারণা সম্পন্ন মন--- অনেক সময় নিদ্রার মধ্যে ভবিষ্যতের ঘটনাবলী স্বপ্নাকারে দেখতে সক্ষম হতে পারে।

অনেক সময়, নিদ্রাকালে মন যখন নিস্তরঙ্গ---শান্তিপূর্ণ থাকে, তখন পূর্বের কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা, গবেষণা অথবা কোনো সমস্যার সমাধান বা সমাধান সূত্র স্বপ্নাকারে দেখা দিতে পারে। আসলে, নিদ্রাকালেও ভিতরে ভিতরে ঐ বিষয় নিয়ে নিজের অজান্তেই চিন্তা-ভাবনা চলতে থাকে।

এছাড়া, 'স্বপ্ন'--- আমাদের 'মন' 'সফ্টওয়্যারের ক্লিনিং সিস্টেম হিসাবেও কাজ করে।

স্বপ্ন রচনাকার এই পাগল মনটি এতটাই কলাকুশল এবং খামখেয়ালী, যে কখন সে কি করবে, কি কল্পনা করবে, তার হদিস পাওয়া খুব মুস্কিল। তার সৃজন ক্ষমতা এতটাই প্রবল এবং বেগবান, যে সে পূর্ব অভিজ্ঞতা লব্ধ--- বিভিন্ন বস্তু, প্রাণী বা উদ্ভিদ অথবা বিভিন্ন ব‍্যক্তির বিভিন্ন ইমেজের অংশ জুড়ে জুড়ে তৎক্ষণাৎ নতুন নতুন বস্তু, প্রাণী বা ব‍্যক্তির ইমেজ সৃষ্টি করতে সক্ষম। যাদের সাথে পূর্বে দেখা কোনো ব‍্যক্তি বা কোনো কিছুর সাথেই আপাত দৃষ্টিতে মিল খুঁজে পাওয়া মুস্কিল।

সচেতন মনের দুর্বলতা বা অনুপস্থিতির সুযোগে এই মনটি কি করতে পারে, আর কি না পারে তার কোনো ইয়ত্তা নেই। স্বপ্নকে যদি ভবিষ্যতে কোনো প্রযুক্তির সাহায্যে রেকর্ডিং করা সম্ভব হয়, তখন এক নতুন জগত আমাদের সামনে উন্মোচিত হবে।

 
 
 

Comentarios


MahaDharma Samsad

  • Facebook Clean Grey
  • Twitter Clean Grey
  • LinkedIn Clean Grey

© 2023 by MahaDharma Samsad. Proudly created with Wix.com

bottom of page