top of page
2.jpg
মানব জীবনের লক্ষ্য কাল্পনিক ঈশ্বরলাভ নয়, মানব জীবনের লক্ষ্য মনুষত্ব লাভ।
পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠাই মানব জীবনের লক্ষ্য।

—মহামানস
ধর্ম শিক্ষায় শিক্ষিত সমাজ ও পরিবার আমাদেরকে যুক্তিপথে তলিয়ে ভাবতে শেখায় না, শেখায় বিশ্বাস করতে। এই হলো আমাদের দুর্দশার কারণ।
                                           —মহামানস
মানসিক রোগের ওষুধ দীর্ঘদিন গ্রহণ করে মানুষ যেমন আসক্ত হয়ে পড়ে, জীবনের মূল স্রোতে ফিরে আসতে অক্ষম হয়ে পড়ে, প্রচলিত ধর্মও ঠিক তেমনটিই করে থাকে।
4.jpg

মনের কি বিচিত্র খেলা! আত্মপ্রবঞ্চনাতেও সে পিছু পা নয়!

কিছু অন্ধভক্ত-- অন্ধবিশ্বাসী মানুষ আছে, যারা অপরের কাছে নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে এবং অপরকে তার বিশ্বাসে বিশ্বাসী ক'রে তুলতে, নিজের তৈরী মিথ্যে (এক বা একাধিক) অলৌকিক ঘটনা তার নিজের জীবনেই ঘটেছে বলে, প্রচার করে থাকে। নিজের গুরু বা ইষ্ট দেবতা সম্পর্কে সে এরূপ বলতে পারে।

আমাদের কোনো আপনজন, অথবা যাকে আমরা নিঃসন্দেহে খুব বিশ্বাস করি, এমন কোনো ব‍্যক্তিও একাজ করতে পারে। তাই, সজাগ- সচেতন, যুক্তিবাদী--- বিজ্ঞানমনষ্ক না হলে, যেকেউ এই মিথ্যার জালে জড়িয়ে পড়তে বাধ্য হবে।

অজ্ঞান-অন্ধ ভাবাবেগে আচ্ছন্ন (আপাত দৃষ্টিতে বুদ্ধিদীপ্ত) মানুষ, তোমার ভালো করতে চাইলেও অনেক সময়ে তারা তোমার ক্ষতি করে বসতে পারে।
a.jpg
রাজনৈতিক উন্মাদনা~ ধর্মীয় উন্মাদনার পিছনে থাকে অন্ধ-আবেগ অন্ধ-বিশ্বাস। আর তার পিছনে থাকে চেতনার স্বল্পতা।
হে নারী!
'মা' হয়ে ওঠা নয়, মানুষ হয়ে ওঠাই হোক তোমার জীবনের প্রধান লক্ষ্য।
নারীকে 'মা' বানিয়ে রাখার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র! নারী যাতে মানুষ হয়ে উঠতে না পারে, এ'হলো তারই এক দুরভিসন্ধি মূলক কারসাজি।
চারিদিকে 'মা' -এর ছড়াছড়ি। অন্ধ- আবেগে 'মা' নিয়ে আদিখ্যেতা--- বাড়াবাড়ি। এসবই 'মা' -এর সঠিক মূল‍্যায়নের পক্ষে বড় অন্তরায়। 'মা' তাই রক্তাক্ত-- ক্ষতবিক্ষত-- ধর্ষিতা হয়ে মাটিতে লুটায়।
সাধারণভাবে নিজেকে বদলানো যায়না। এর জন্য মনের সংস্কার (রি-প্রোগ্রামিং) করতে হয়। আর তা' শেখানো হয় 'মহামনন' আত্মবিকাশ শিক্ষাক্রমে।

ভণ্ড প্রতারকরা চিরকালই আকর্ষণীয় রূপে, লোভনীয় গল্প ফেঁদে আমাদেরকে তাদের ফাঁদে ফেলে, শোষণ ও নির্যাতন করার চেষ্টা করে চলেছে।

এখন, আমরা যদি শিশুসুলভ অন্ধবিশ্বাসে এবং লোভের বশবর্তী হয়ে তাদের সেই ফাঁদে পা দিই, সেটা শুধু তাদের নয়, আমাদেরও দোষ বলে বিবেচিত হবে।

এই জগত জুড়ে অজস্র প্রতারণার ফাঁদ পাতা রয়েছে। তার মধ্যে অন‍্যতম হলো--- প্রচলিত ধর্ম। এখনো যদি আমরা সজাগ সতর্ক না হই, অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে যুক্তিবাদী বিজ্ঞান মনষ্ক না হতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আরো সাংঘাতিক সঙ্কটময় কঠিন অবস্থায় পড়তে হবে আমাদের।

আমরা আমাদের অক্ষমতাকে স্বীকার করতে ভালোবাসি না। অক্ষমতাকে দূর করতেও ভালোবাসি না। অক্ষমতাকে মিথ্যা দিয়ে ঢেকে রাখতে ভালোবাসি।
আমরা নিজেদেরকে 'বড়' ভাবতে~ 'ভালো' ভাবতে ভালোবাসি। কিন্তু আমরা প্রকৃত 'বড়' হতে, এবং প্রকৃতই 'ভালো' হতে ভালোবাসি না।

~মহামানস
g.jpg
j.jpg
l.jpg
n.jpg
p.jpg
r.jpg

নিজেকে একজন মানুষ রূপে আবিষ্কার করার পর থেকেই সমস্ত মানুষের সাথে একটা একাত্মতা বোধ গড়ে ওঠে আমার।

কিন্তু পরবর্তীতে এই মানুষের মধ্যে জ্ঞান ও চেতনার অত্যন্ত ঘাটতি দেখে, তারপরে তাদের বিকৃত বুদ্ধি--- দুর্বুদ্ধি, এবং পরস্পর হিংসা-বিদ্বেষ-নিষ্ঠুরতা দেখে, আমার মনে হয়েছে--- আমি এদের কেউ নই। আমি যেন অন্য গ্রহের জীব। ঘটনাচক্রে ছিটকে এসে পড়েছি এই গ্রহে।

 

তবুও, জন্মাবধি গড়ে ওঠা--- ঐ একাত্মতার টান এখনো কাটিয়ে উঠতে পারিনি। এটাই আমার দুর্বলতা, এটাকেই আমি বলি, মায়া।

মহাধ‍র্ম
(মানববিকাশ মূলক ধর্ম)
আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতে শেখায় না। যুক্তির পথে তলিয়ে ভাবতে শেখায়। 
যার ফলস্বরূপ আসে সাফল্য।
1.jpg

নিজেকে একজন মানুষ রূপে আবিষ্কার করার পর থেকেই সমস্ত মানুষের সাথে একটা একাত্মতা বোধ গড়ে ওঠে আমার।

কিন্তু পরবর্তীতে এই মানুষের মধ্যে জ্ঞান ও চেতনার অত্যন্ত ঘাটতি দেখে, তারপরে তাদের বিকৃত বুদ্ধি--- দুর্বুদ্ধি, এবং পরস্পর হিংসা-বিদ্বেষ-নিষ্ঠুরতা দেখে, আমার মনে হয়েছে--- আমি এদের কেউ নই। আমি যেন অন্য গ্রহের জীব। ঘটনাচক্রে ছিটকে এসে পড়েছি এই গ্রহে।

তবুও, জন্মাবধি গড়ে ওঠা--- ঐ একাত্মতার টান এখনো কাটিয়ে উঠতে পারিনি। এটাই আমার দুর্বলতা, এটাকেই আমি বলি, মায়া।

ধর্মের করালগ্রাসী মোহজাল থেকে মুক্ত করে মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনে যে ধর্ম, তারই নাম মহাধ‍র্ম।
।। মানব ধর্মই মহাধ‍র্ম ।।
3.jpg
5.jpg

চারিদিকে এতো সতর্কতা মূলক প্রচার সত্ত্বেও, গোপনে ভিন্ন ভিন্ন রূপে চিটফান্ডের মতো কারবার চলছে। লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত হতে দেখে বা শুনেও মানুষের চেতনা হয়নি। তারা প্রতারকদের ফাঁদে পড়ার জন্যে পা বাড়িয়েই আছে।

অন্ধবিশ্বাসে ব‍্যাঙ্ক-ম‍্যানেজার রূপী প্রতারককে এটিএম পিন ও ওটিপি বলে দিয়ে--- এতো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জেনেও মানুষ সেই একই ভুল বারবার করে চলছে। কিছুতেই এদের হুঁশ হয়না।

যুগ যুগ ধরে ধর্মের জাঁতাকলে নিষ্পেষিত ও প্রতারিত হয়েও, অধিকাংশ মানুষ আজও সজাগ--- সতর্ক ----সচেতন হয়নি। তারা এখনো সেই ধর্মের জয়গান গেয়ে চলেছে।

এতসত্বেও তাদেরকে সজাগ সচেতন করতে গেলে, তাদের আবার আত্মসম্মানে লাগছে!

কোনো শিশু যদি নিজেকে সবজান্তা বয়স্ক ভাবে, তাকে যেমন কোনো শিক্ষা দেওয়া যায় না, তেমনি কেউ যদি জেগে ঘুমায়, তারও ঘুম ভাঙানো যায় না।

b.jpg
c.jpg
d.jpg
আগামী কুম্ভমেলায় 'মানব ধর্মই মহাধর্ম' নামে একটি ক‍্যাম্প স্পন্সর করতে ইচ্ছুক হলে, এবং ক‍্যাম্প পরিচালনা করতে চাইলে, যোগাযোগ করুন।
f.jpg
h.jpg
i.jpg
k.jpg
m.jpg
o.jpg
q.jpg
এই পরিবর্তনশীল অনিত‍্য জগতে, নিঃশর্ত শাশ্বত প্রেম কেবল একটি কল্পিত দর্শন ছাড়া কিছুই নয়।
s.jpg
আজ প্রয়োজন এমন একটা ধর্ম, যা প্রচলিত ধর্ম কর্তৃক সৃষ্ট অন্ধবিশ্বাস অজ্ঞান-অন্ধত্ব থেকে আমাদের মুক্ত করে সত‍্য ও বিকাশের পথ দেখাবে।
u.jpg
bottom of page