top of page

মানবধর্ম-ই মহাধর্ম

  • MahaManas
  • May 8, 2015
  • 1 min read

মানবধর্ম-ই মহাধর্ম

আমরা সমস্ত দিন-রাতের অধিকাংশ সময়েই, একটা ঘোরের মধ্যে— নিজেদের স্বার্থ চিন্তায় বিভোর হয়ে আছি।

কিন্তু নিজেদের মূল স্বার্থ হলো— আত্মবিকাশ। মানব জীবনের মূল লক্ষ্যই হলো— পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠা। এই ঘোর থেকে বেড়িয়ে এসে— আত্মসচেতন হয়ে নিজের বিকাশ বা ডেভালপমেন্ট-এর চিন্তা (নিজেকে জানা, নিজের শরীর-মনকে জানা, এবং তাদের সঠিকভাবে সুস্থ ক’রে তোলা, নিজের চারিপাশকে জানা, মানুষ চেনা, এবং নিজের উপর নিয়ন্ত্রণ লাভের চিন্তা ও চেষ্টা) আমরা সারাদিনে একবারও করছি কী?

আমাদের অধিকাংশ দুঃখ-দুর্দশা-সমস্যা-হতাশার মূলে আছে— আমাদের জ্ঞান ও চেতনার স্বল্পতা আর শারীরিক ও মানসিক অসুস্থতা। যথেষ্ট বিকাশের অভাব।

ব্যক্তির বিকাশের মধ্য দিয়েই দেশ ও জাতির বিকাশ সম্ভব। তাই, সত্যই যদি আমরা একটা উন্নত দেশ— উন্নত জাতি গ’ড়ে তুলতে চাই, তাহলে সর্বাগ্রে আমাদেরকে প্রকৃত আত্মবিকাশের পথ অনুসরণ করতে হবে।

প্রকৃত আত্মবিকাশ লাভের জন্য করণীয় বা পালনীয় ধর্মই হলো— আমাদের মৌলিক ধর্ম— মানবধর্ম। আর মানবধর্ম-ই মহাধর্ম।

সঠিক আত্মবিকাশ মূলক মানবধর্ম— ‘মহাধর্ম’ সম্পর্কে বিশদভাবে জানতে— গুগল সার্চ করুণ= MahaDharma / MahaManan

এবং এই ওয়েবসাইট-টি দেখুন www.mahadharma.wix.com/bengali

m1m.jpg

 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page