top of page

অন্ধ-যুক্তিবাদী

  • MahaManas
  • May 7, 2015
  • 1 min read

অন্ধ-যুক্তিবাদী

আমাদের মধ্যে অনেকেই অনেক সময় নিজেদের যা কিছু— সব ঠিক ও ভালো ব’লে মনে করি। নিজেদের বিশ্বাস—ধারণাকে সঠিক—সত্য ব’লে মনে করি, এবং আমরা নিজেদেরকে যুক্তিবাদী মনে করি। আর তাই, আত্মপক্ষ সমর্থনের জন্য— তাকে সত্য ব’লে প্রতিষ্ঠা করার জন্য— আমরা যুক্তি খুঁজি।

অনেক সময়েই অযথা যুক্তি— অপযুক্তি বা কুযুক্তির সাহায্য নিয়ে আমরা আত্মতৃপ্তি লাভ ক’রে থাকি, এবং অপরাপর মানুষকে তার দ্বারা প্রভাবিত করতে পেরে— নিজের পক্ষে আনতে পেরে, অত্যন্ত গর্বিত বোধ করি।

অনেক অন্ধ-বিশ্বাস— ভুল ধারণার প্রতি আমাদের অন্ধ ভালবাসাই আমাদেরকে অন্ধ-যুক্তিবাদী ক’রে তোলে। আমরা নিজেদের জ্ঞান ও চেতনার স্বল্পতা— অভাবকে মেনে নিয়ে— তা’ থেকে মুক্ত হওয়ার চেষ্টা— আত্মবিকাশের চেষ্টা না ক’রে, বরং নিজেদেরকে আরো মোহ-মায়া-অজ্ঞানতার দ্বারা আবৃত—আচ্ছন্ন ক’রে তুলতেই সচেষ্ট হই।

এরদ্বারা শুধু যে ব্যক্তির নিজের বিকাশই বিঘ্নিত হয় তা-ই নয়, এরফলে সমস্ত মানব জাতির বিকাশও বিলম্বিত হয়ে থাকে। আজকের বহু সমস্যার মূলেই রয়েছে এই অজ্ঞান-অন্ধত্ব —আত্ম-প্রবঞ্চনা মূলক অন্ধ-যুক্তির জাল। এর থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় হলো— প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি— আত্মবিকাশ বা মনোবিকাশ মূলক শিক্ষার ব্যবস্থা করা।

mahamanan.jpg

 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page